মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৫৬
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৫৬। হযরত যয়নব বিনতে আবু সালামাহ্ (রাঃ) বলেন, আমার নাম রাখা হইয়াছিল 'বাররা'। তখন রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন নিজের পবিত্রতা নিজে জাহির করিও না। তোমাদের মধ্যে কে পুণ্যবান তাহা আল্লাহ্ পাকই বেশী জানেন। তোমরা উহার নাম রাখ যয়নব। —মুসলিম
وَعَن زينبَ بنتِ أبي سلَمةَ قَالَتْ: سُمِّيتُ بَرَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تُزَكُّوا أَنْفُسَكُمْ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ سَمُّوهَا زَيْنَبَ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

বাররা অর্থঃ পুণ্যবতী। যয়নব অর্থঃ মোটা-তাজা হওয়া। আবার কেহ কেহ বলিয়াছেন, ইহা একটি সুদর্শন সুগন্ধি বৃক্ষের নাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭৫৬ | মুসলিম বাংলা