মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭২৮
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) দুই জন মহিলার মাঝখানে চলিতে নিষেধ করিয়াছেন। অর্থাৎ, পুরুষকে। —আবু দাউদ
وَعَنِ

ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم نهى أنْ يمشيَ - يَعْنِي الرجلٌ - بَين المرأتينِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

দুই জনের মাঝখানের উল্লেখ এইজন্য করা হইয়াছে যে, ইহা অতি বেহায়াপনা, অন্যথায় একজন পর মহিলার সাথে চলাও নিষেধ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭২৮ | মুসলিম বাংলা