মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭২৭
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৭। হযরত আবু উসাইদ আনসারী (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) মসজিদের বাহিরে ছিলেন, রাস্তায় পুরুষেরা মহিলাদের সহিত মিশিয়া চলিতেছে, এই সময় আবু উসাইদ শুনিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মহিলাদের উদ্দেশে বলিলেনঃ তোমরা পুরুষদের পিছনে চল। রাস্তার মধ্য দিয়া চলা তোমাদের জন্য সমীচীন নয়; বরং রাস্তার পার্শ্ব দিয়াই চলিবে। এতদশ্রবণে তাহারা এমনভাবে প্রাচীর ঘেঁষিয়া চলিতে লাগিল যে, কখনও কখনও তাহাদের কাপড় প্রাচীরের সাথে আকিয়া যাইত। —আবু দাউদ ও বায়হাকী শো'আবুল ঈমানে
وَعَن أبي

أُسيد الأنصاريِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنَ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرجالُ مَعَ النِّسَاء فِي الطَّرِيق فَقَالَ النِّسَاء: «اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تُحْقِقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَاتِ الطَّرِيقِ» . فَكَانَتِ الْمَرْأَةُ تَلْصَقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

ইসলামের প্রাথমিক যুগে নারী-পুরুষ একত্রে মসজিদে নামাযের জামাতে শরীক হইত। নামায শেষে বাড়ী-ঘরে যাইবার সময় একদিন এই দৃশ্য হুযূর (ﷺ)-এর নজরে পড়িলে তিনি উক্ত নির্দেশ প্রদান করেন। অপর এক হাদীসে বর্ণিত আছে, নবী (ﷺ) পুরুষদিগকে নির্দেশ দিয়াছেনঃ নামায শেষে মহিলাগণ প্রস্থান করার পর তোমরা মসজিদ হইতে বাহির হইও।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭২৭ | মুসলিম বাংলা