মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭২১
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২১। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন ব্যক্তিকে এইরূপ ছাদের উপর ঘুমাইতে নিষেধ করিয়াছেন যেখানে কোন ঘেরাও নাই। — তিরমিযী
وَعَنْ جَابِرٍ
قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنَامَ الرَّجُلُ عَلَى سطحٍ لَيْسَ بمحجورٍ عَلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيّ
قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنَامَ الرَّجُلُ عَلَى سطحٍ لَيْسَ بمحجورٍ عَلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
বেড়া-বেষ্টনীবিহীন ছাদ যদি খুব প্রশস্ত হয়; তবে উহার মধ্যখানে ঘুমানো নিষেধ নয়। মোটকথা, দুর্ঘটনা হইতে সাবধানতা অবলম্বন করাই হাদীসের উদ্দেশ্য।
