মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭২০
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২০। হযরত আলী ইবনে শাইবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন প্রকারের আড়াল ব্যতীত অপর এক রেওয়ায়তে আছে—দেওয়াল ব্যতীত ঘরের ছাদে রাত্রি যাপন করে, তাহার জন্য (আল্লাহর যিম্মায়) কোন দায়িত্ব নাই। –আবু দাউদ
وَعَن

عليِّ بن شَيبَان قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ بَاتَ عَلَى ظَهْرِ بَيْتٍ لَيْسَ عَلَيْهِ حِجَابٌ - وَفِي رِوَايَةٍ: حِجَارٌ - فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ «. رَوَاهُ أَبُو دَاوُدَ. وَفِي» مَعَالِمِ السّنَن «للخطابي» حجى

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ঘুমের ঘোরে নীচে পড়িয়া যাওয়ার আশংকা থাকে। আর স্বেচ্ছায় যে ব্যক্তি বাহ্যিক সাবধানতা অবলম্বন করে না, সে ব্যক্তি হইতে আল্লাহ্ তা'আলা হেফাযতের দায়িত্ব তুলিয়া নেন। মোটকথা, তাওয়াক্কুলের পূর্বে তদ্বীর অবলম্বন করা অপরিহার্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭২০ | মুসলিম বাংলা