মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭১৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১৭। হযরত উম্মে সালামার পরিবারস্থ কোন এক ব্যক্তি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিছানা অনুরূপই ছিল—যেইরূপ কাপড় তাঁহার কবরে রাখা হইয়াছে। আর শোয়ার সময় মসজিদ থাকিত তাঁহার মাথার কাছে। –আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ بَعْضِ

آلِ أُمِّ سَلَمَةَ قَالَ: كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوًا مِمَّا يُوضَعُ فِي قَبْرِهِ وَكَانَ الْمَسْجِدُ عِنْد رَأسه. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, কবরে তাঁহাকে যেভাবে একখানা হালকা কাপড়ে রাখা হইয়াছে, তাহার বিছানাও অনুরূপ হালকা এবং ছোট ছিল। আর দ্বিতীয় বাক্যের অর্থ হইল, তিনি শোয়ার সময় মসজিদের দিকে মাথা রাখিতেন, অথবা জায়নামায (মুছাল্লা) তাঁহার মাথার নিকটে থাকিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান