মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭১৬
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১৬। হযরত আবু কাতাদাহ্ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) (সফরে) রাত্রে যখন কোথাও বিশ্রাম করিতেন তখন ডান পার্শ্বে শুইতেন। আর যখন ভোর সংলগ্নে কোথাও আরাম করিতেন তখন বাহু খাড়া করিয়া হাতের তালুর উপরে মাথা রাখিয়া বিশ্রাম করিতেন। —শরহে সুন্নাহ
وَعَنْ
أَبِي قَتَادَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَرَّسَ بِلَيْلٍ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ وَإِذَا عَرَّسَ قُبَيْلَ الصُّبْحِ نَصَبَ ذِرَاعَهُ وَوَضَعَ رَأْسَهُ عَلَى كَفِّهِ. رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ»
أَبِي قَتَادَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَرَّسَ بِلَيْلٍ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ وَإِذَا عَرَّسَ قُبَيْلَ الصُّبْحِ نَصَبَ ذِرَاعَهُ وَوَضَعَ رَأْسَهُ عَلَى كَفِّهِ. رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ»
হাদীসের ব্যাখ্যা:
ডান পার্শ্বে কাত্ হইয়া কেবলামুখী শোয়া সুন্নত। আর হাতের কনুইকে মাটিতে ঠেস দিয়া হালীর উপরে মাথা রাখিয়া বিশ্রাম করিলে নিদ্রা গভীরভাবে আসিবে না, ফলে ফজরের নামায কাযা হওয়ার আশংকা থাকিবে না ।
