মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭০৭
৫. প্রথম অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা'বা শরীফের আঙ্গিনায় নিজের উভয় হস্ত দ্বারা 'ইহতিবা' অবস্থায় বসিয়া থাকিতে দেখিয়াছি। বুখারী
بَابُ الْجُلُوْسِ وَالنَّوْمِ وَالْمَشْىِ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفنَاء الْكَعْبَة مُحْتَبِيًا بيدَيْهِ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইহা কথার কথা কিংবা পুঁথিগত নীতিবাক্য নয়। ইসলামের নবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর গোটা জীবনই উহার বাস্তব নমুনা। ব্যক্তি জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাঁহার আদর্শ ব্যাপৃত। ফলে মানুষের জীবনের কোন একটি বিভাগ ও তাঁহার আদর্শ হইতে বাদ পড়ে নাই। চলা-ফেরা, উঠা-বসা, শোয়া-নিদ্রা ইত্যাদি কার্যসমূহ কিভাবে পালন করিতে হইবে তাহাও তিনি উম্মতকে তা'লীম দিয়াছেন। শুধু তাহাই নহে, আল্লাহর কালামেও উহার নির্দেশ রহিয়াছে। যেমন—

وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا ـ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ـ وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ ـ وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ .... أَتَوَكَّأُ عَلَيْهَا ـ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ - مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ - فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ

মোটকথা, এই জাতীয় বহু আয়াত হইতে মানুষের উল্লেখিত কার্যসমূহ কিভাবে বাস্তবায়ন হওয়া উচিত উহার মৌলিক নির্দেশ পাওয়া যায়। এ সম্পর্কে রাসূলের শিক্ষা কি ? অত্র অধ্যায়ের হাদীসসমূহে উহারই বিস্তারিত বর্ণনা রহিয়াছে।

হাঁটুদ্বয়কে খাড়া করিয়া হাত বা কাপড় দ্বারা উভয় উরু ও গোড়ালীকে জড়াইয়া বসাকে احتباء 'ইহতিবা” বলা হয়। এইভাবে বসা জায়েয আছে, তবে শর্ত হইল, লক্ষ্য রাখিতে হইবে যেন সতর খুলিয়া না যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান