মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭০৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৬। হযরত ওয়াসিলা ইবনে খাত্তাব (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিল, এসময় তিনি মসজিদে বসা ছিলেন। তাহার আগমনে রাসূলুল্লাহ্ (ﷺ) বসার স্থান হইতে কিছুটা সরিয়া বসিলেন। তখন লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! (আমার বসার জন্য) জায়গা তো প্রশস্তই আছে, (তবুও আপনি নড়াচড়া করিয়া কষ্ট করিলেন কেন ?) তখন নবী (ﷺ) বলিলেনঃ ইহা মুসলমানের হক, যখন তাহাকে তাহার কোন মুসলমান ভাই দেখিবে তখন সে তাহার জন্য কিছুটা সরিয়া জায়গা দিবে। —বায়হাকী
كتاب الآداب
وَعَن

وَاثِلَة بن الخطابِ قَالَ: دَخَلَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ قَاعِدٌ فَتَزَحْزَحَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فِي الْمَكَانِ سَعَةً. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلْمُسْلِمِ لَحَقًّا إِذَا رَآهُ أَخُوهُ أَنْ يَتَزَحْزَحَ لَهُ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৭০৬ | মুসলিম বাংলা