মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৬৮
২. প্রথম অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৬৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন: আমার পক্ষ থেকে তোমাকে অনুমতি দেওয়া হইল যে, তুমি দরজার পর্দা উঠাইবে এবং (অন্দরে প্রবেশ করিবে); আর আমার গোপন কথাবার্তা শুনিবে যাবৎ না আমি তোমাকে নিষেধ করি। —মুসলিম
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذْنُكَ عَلَيَّ أَنْ تَرْفَعَ الْحِجَابَ وَأَنْ تَسْمَعَ سِوَادِي حَتَّى أَنهَاك»
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইবনে মাসউদ (রাঃ) ছিলেন হুযূর (ﷺ)-এর বিশেষ খাদেমদের অন্যতম। তিনি বিশেষভাবে সফরে হুযুরের জুতা মোবারক, বিছানাপত্র ও অযূর পানি ইত্যাদির তত্ত্বাবধান করিতেন। তাই তিনি صاحب النعل والطهور নামে প্রসিদ্ধ ছিলেন। এই কারণেই তাঁহাকে হুযূর (ﷺ) নিজের ব্যক্তিগত হুজায় অনুমতি ব্যতীতই প্রবেশ করিতে এজাযত দিয়াছিলেন।
