মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৬১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৬১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রাস্তায় বসার মধ্যে কোন কল্যাণ নাই। তবে সেই ব্যক্তির জন্য কল্যাণ আছে, যে পথভোলাকে রাস্তা দেখায়, সালামের জওয়াব দেয়, চক্ষু বন্ধ রাখে এবং বোঝা বহনকারীর সাহায্য করে। শরহে সুন্নাহ। আর আবু জুরাইয়ের হাদীসটি সদকার ফযীলতের অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে।
وَعَنْهُ أَنَّ

رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا خَيْرَ فِي جُلُوسٍ فِي الطُّرَقَاتِ إِلَّا لِمَنْ هَدَى السَّبِيلَ وَرَدَّ التَّحِيَّةَ وَغَضَّ الْبَصَرَ وَأَعَانَ عَلَى الْحُمُولَةِ» رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ»

وَذَكَرَ حَدِيثَ أَبِي جُرَيٍّ فِي «بَاب فضل الصَّدَقَة»

হাদীসের ব্যাখ্যা:

বিনা প্রয়োজনে রাস্তায় বসা অপরাধ। কেননা, ইহাতে পথচারীদের কষ্ট হয়। অবশ্য যদি একান্ত প্রয়োজনে বসে এবং উল্লেখিত শর্তগুলি পালন করে তবে অন্যায় হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৬১ | মুসলিম বাংলা