মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৫৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৫৯। যায়েদ ইবনে সাবেত (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে সুরিয়ানী (সেমেটিক) ভাষা শিখার জন্য নির্দেশ দিয়াছেন। অপর এক রেওয়ায়তে আছে—তিনি আমাকে নির্দেশ দিয়াছেন, যেন আমি ইহুদীদের লেখা (ভাষা) শিখিয়া লই। তিনি আরও বলিয়াছেনঃ চিঠি-পত্রের ব্যাপারে আমি ইহুদীদের উপর আস্থা রাখি না। হযরত যায়েদ বলেন, অর্ধমাস অতিক্রম না হইতেই আমি তাহা শিখিয়া ফেলিলাম। ফলে হুযূর (ﷺ) যখনই ইহুদীদের নিকট পত্র দিতেন তখন আমিই লিখিয়া দিতাম। আর ইহুদীরা যখন তাঁহার নিকট পত্র লিখিত তখন আমিই উহা তাঁহাকে পড়িয়া শুনাইতাম। —তিরমিযী
وَعَنْهُ
قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَعَلَّمَ السُّرْيَانِيَّةَ. وَفِي رِوَايَةٍ: إِنَّهُ أَمَرَنِي أَنْ أَتَعَلَّمَ كِتَابَ يَهُودَ وَقَالَ: «إِنِّي مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابٍ» . قَالَ: فَمَا مَرَّ بِيَ نِصْفُ شَهْرٍ حَتَّى تَعَلَّمْتُ فَكَانَ إِذَا كَتَبَ إِلَى يَهُودَ كَتَبْتُ وَإِذَا كَتَبُوا إِلَيْهِ قَرَأْتُ لَهُ كِتَابَهُمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ
قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَعَلَّمَ السُّرْيَانِيَّةَ. وَفِي رِوَايَةٍ: إِنَّهُ أَمَرَنِي أَنْ أَتَعَلَّمَ كِتَابَ يَهُودَ وَقَالَ: «إِنِّي مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابٍ» . قَالَ: فَمَا مَرَّ بِيَ نِصْفُ شَهْرٍ حَتَّى تَعَلَّمْتُ فَكَانَ إِذَا كَتَبَ إِلَى يَهُودَ كَتَبْتُ وَإِذَا كَتَبُوا إِلَيْهِ قَرَأْتُ لَهُ كِتَابَهُمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে প্রমাণিত হয় যে, প্রয়োজনে বিজাতীয় ভাষা শিক্ষা গ্রহণ করা জায়েয আছে।
