মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৫৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৫৮। হযরত যায়েদ ইবনে সাবেত (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী (ﷺ)-এর নিকট গেলাম। এই সময় তাঁহার সম্মুখে ছিল একজন কাতিব (লিখক)। আমি শুনিতে পাইলাম, তিনি কাতিবকে বলিতেছেনঃ কলমটি তোমার কানের উপরে রাখ। কেননা, ইহাতে প্রয়োজনীয় কথা বেশী স্মরণে আসে। – তিরমিযী। তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব এবং সনদের মধ্যেও দুর্বলতা আছে।
عَن زيدٍ بن ثابتٍ

قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ يَدَيْهِ كَاتِبٌ فَسَمِعْتُهُ يَقُولُ: ضَعِ الْقَلَمَ عَلَى أُذُنِكَ فَإِنَّهُ أَذْكَرُ لِلْمَآلِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَفِي إِسْنَادِهِ ضعفٌ

হাদীসের ব্যাখ্যা:

ইহা অভিজ্ঞতা এবং নুবুওয়তের জ্ঞান হইতে সূচিত, যাহার রহস্য একমাত্র আল্লাহ্ তা'আলাই জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান