মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৪৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৪৩। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এক মুসলমানের উপর অপর মুসলমানের সদ্ব্যবহারস্বরূপ ছয়টি হক রহিয়াছে। (১) যখন তাহার সাথে সাক্ষাৎ হইবে তাহাকে সালাম করিবে। (২) সে তাহাকে ডাকিলে ডাকে সাড়া দিবে। (৩) যখন সে হাঁচি দিবে তখন (يرحمك الله) ইয়ারহামুকাল্লাহ্ বলিবে। (৪) সে অসুস্থ হইলে খোঁজ-খবর নিবে। (৫) মৃত্যু হইলে তাহার জানাযার সাথে যাইবে। (৬) এবং নিজের জন্য যাহা পছন্দ করিবে তাহার জন্যও উহা পছন্দ করিবে। — তিরমিযী ও দারেমী
الْفَصْل الثَّانِي
وَعَنْ عَلِيٍّ
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ بِالْمَعْرُوفِ: يُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَعُودُهُ إِذَا مَرِضَ وَيَتْبَعُ جِنَازَتَهُ إِذَا مَاتَ وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ بِالْمَعْرُوفِ: يُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَعُودُهُ إِذَا مَرِضَ وَيَتْبَعُ جِنَازَتَهُ إِذَا مَاتَ وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
ইসলামের দৃষ্টিতে সামাজিক জীবনে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও সৌজন্য মূলক আচরণ অপরিহার্য। এই ছয়টি কাজ একটি আদর্শ সমাজের মৌলিক বিষয় বলা যায়; যদিও সমাজ জীবনে খুঁটি-নাটি আরও অনেক বিষয়ের সাথে জড়িত হইতে হয়। আর কবরস্থানে যাওয়ার সময় জানাযা লোকদের সম্মুখে থাকিবে এবং লোকজন থাকিবে পিছনে। হাদীসের শব্দ وَيَتْبَعُ দ্বারা এই কথাটিই বুঝা যায়। ইহাই হানাফীদের মাযহাব। কিন্তু শাফেয়ীগণ বলেন, লোকজন চলিবে সামনে এবং জানাযা থাকিবে পিছনে।
