মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৪২
১. প্রথম অনুচ্ছেদ - সালাম
৪৬৪২। হযরত উমর (রাঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে 'রাস্তার হক' সম্পর্কীয় হাদীসে বর্ণনা করেন, তিনি ইহাও বলিয়াছেন : 'এবং মযলুমের ফরিয়াদ শ্রবণ কর আর পথভোলা ব্যক্তিকে রাস্তা দেখাইয়া দাও।'—ইমাম আবু দাউদ এই হাদীসটি হযরত আবু হুরায়রা (রাঃ)-এর পূর্ববর্ণিত হাদীসের শেষাংশে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। [মেশকাতের গ্রন্থকার আল্লামা খতীব উমরী (রহঃ) বলেন:] উক্ত হাদীসদ্বয়ের এই অংশ দুইটি আমি বুখারী ও মুসলিম শরীফের মধ্যে পাই নাই।
وَعَنْ عُمَرَ

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ: «وَتُغِيثُوا الْمَلْهُوفَ وَتَهْدُوا الضالَّ» . رَوَاهُ أَبُو دَاوُد عقيب حَدِيث أبي هُرَيْرَة هَكَذَا وَلم أجدهما فِي «الصَّحِيحَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি আদৌ পথ চিনে না, তাহাকে পথ দেখাইয়া দেওয়া ارشاد السبيل আর যে ব্যক্তি জানা-চেনা পথ ভুলিয়া গিয়াছে তাহাকে সঠিক পথের সন্ধান দেওয়া; اهداء الضال আর অত্যাচারিত ও নির্যাতিত ব্যক্তির সাহায্য ও সহায়তা করাকে اغاثة الملهوف বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৪২ | মুসলিম বাংলা