মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৬১৯
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৬১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: একদা আমি ঘুমে ছিলাম, (স্বপ্নে) পৃথিবীর ধন-ভাণ্ডার আমার সম্মুখে উপস্থিত করা হইল। আর আমার হাতে দুইটি সোনার বালা রাখা হইল যাহা আমার নিকট বড়ই অস্বস্তিকর বোধ হইল। (কেননা, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। এমতাবস্থায় আমাকে ওহীর মাধ্যমে জানানো হইল যেন আমি বালা দুইটিতে ফুঁক মারি। সুতরাং আমি ফুঁক দিলাম,সাথে সাথে উভয়টি উড়িয়া গেল। আমি দুইটি বালার তা'বীর করিয়াছি দুইজন মিথ্যাবাদী দ্বারা, যে দুইজনের মাঝখানে আমি রহিয়াছি। তাহাদের একজন সানআবাসী আর অপরজন ইয়ামামাবাসী। -মোত্তাঃ
অন্য বর্ণনায় রহিয়াছে, ইহাদের একজন মুসায়লেমা, সে ইয়ামামার অধিবাসী। অপরজন হইল (আসওয়াদ আনাসী, সে হইল সানআর অধিবাসী। মেশকাত গ্রন্থকার বলেন, এই হাদীস বুখারী মুসলিমে আমি পাই নাই। তবে জামেউল উসুলের প্রণেতা ইহা তিরমিযী শরীফ হইতে বর্ণনা করিয়াছেন।
অন্য বর্ণনায় রহিয়াছে, ইহাদের একজন মুসায়লেমা, সে ইয়ামামার অধিবাসী। অপরজন হইল (আসওয়াদ আনাসী, সে হইল সানআর অধিবাসী। মেশকাত গ্রন্থকার বলেন, এই হাদীস বুখারী মুসলিমে আমি পাই নাই। তবে জামেউল উসুলের প্রণেতা ইহা তিরমিযী শরীফ হইতে বর্ণনা করিয়াছেন।
كتاب الرؤيا
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَا أَنَا نَائِمٌ بِخَزَائِنِ الْأَرْضِ فَوُضِعَ فِي كَفَّيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَكَبُرَا عَلَيَّ فَأُوحِيَ إِلَيَّ أَنِ انْفُخْهُمَا فَنَفَخْتُهُمَا فَذَهَبَا فَأَوَّلْتُهُمَا الْكَذَّابَيْنِ اللَّذَيْنِ أَنَا بَيْنَهُمَا صَاحِبَ صَنْعَاءَ وَصَاحِبَ الْيَمَامَةِ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ: «يُقَالُ لِأَحَدِهِمَا مُسَيْلِمَةُ صَاحِبُ الْيَمَامَةِ وَالْعَنْسِيُّ صَاحِبُ صَنْعَاءَ» لَمْ أَجِدْ هَذِهِ الرِّوَايَةَ فِي (الصَّحِيحَيْنِ)
وَذكرهَا صَاحب الْجَامِع عَن التِّرْمِذِيّ
وَذكرهَا صَاحب الْجَامِع عَن التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীস ও ইতিহাস হইতে জানা যায়, নবী (ﷺ) এর জীবদ্দশায় দুইজন ভণ্ড ও মিথ্যা নবুওতের দাবীদারের আবির্ভাব হইয়াছিল। একজন ইয়ামামা শহরের মুসায়লেমা। আর দ্বিতীয় জন সানআর অধিবাসী আসওয়াদ আনাসী, যাহাকে হুযুরের জীবদ্দশায় হত্যা করা হয়। আর প্রথম খলীফা হযরত সিদ্দীকে আকবরের খেলাফত আমলে মুসায়লেমা কায্যাবকে সমূলে ধ্বংস।