মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৩৭
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৩৭। হযরত আসমা বিনতে উমায়স (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তোমরা জোলাবের জন্য কি জিনিস ব্যবহার কর ? আমা বলিলেন, শোবরাম ব্যবহার করি। নবী (ﷺ) বলিলেনঃ উহা তো অত্যধিক গরম ভীষণ গরম। আসমা বলেন, পরে আমি সানা দ্বারা জোলাব লই। তখন নবী (ﷺ) বলিলেনঃ যদি মৃত্যু হইতে রক্ষার কোন ঔষধ থাকিত, তবে সানা-এর মধ্যেই থাকিত। —তিরমিযী ও ইবনে মাজাহ্, ইমাম তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।
كتاب الطب والرقى
وَعَن أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهَا: «بمَ تستَمشِينَ؟» قَالَت: بالشُّبْرمِ قَالَ: «حارٌّ حارٌّ» . قَالَتْ: ثُمَّ اسْتَمْشَيْتُ بِالسَّنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ شَيْئًا كَانَ فِيهِ الشِّفَاءُ مِنَ الْمَوْتِ لَكَانَ فِي السَّنَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
শোবরম এক প্রকারের বীচি, যাহা আকারে চানা বুটের মত। আর সানা এক প্রকার প্রসিদ্ধ ঘাস। কফ পিত্তের জন্য ইহা উপকারী ।