মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৩৮
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৫৩৮। হযরত আবুদ্দারদা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা রোগও নাযিল করিয়াছেন এবং ঔষধও। আর প্রত্যেক রোগের ঔষধও নির্ধারিত করিয়াছেন। সুতরাং তোমরা চিকিৎসা কর; কিন্তু হারাম বস্তু দ্বারা চিকিৎসা করিবে না। –আবু দাউদ
كتاب الطب والرقى
وشطره الأول (صَحِيحٌ)

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوُوا وَلَا تداوَوْا بحرامٍ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হারাম বস্তু দ্বারা চিকিৎসা করা জায়েয নহে। তবে হাঁ, যদি কোন অভিজ্ঞ ডাক্তার এই কথা বলে যে, এই হারাম জিনিস ব্যতীত উক্ত রোগের অন্য কোন ঔষধ নাই, তখন কোন কোন ওলামার মতে হারাম ঔষধ ব্যবহার করা জায়েয। তবে যে জিনিস খাওয়া হারাম, ঔষধের জন্য উহা মালিশ হিসাবে ব্যবহার করা সকলের মতে জায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান