মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫১৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. তৃতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫১৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রায়শ এক আনসারীর ঘরে আসা-যাওয়া করিতেন। অথচ তাহাদের নিকটেই অন্য আরেকটি ঘর আছে, (কিন্তু তিনি সেই ঘরে যাইতেন না।) ইহাতে সেই গৃহবাসীর মনঃকষ্ট হইল। তখন তাহারা বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি অমুকের ঘরে আসেন, অথচ আমাদের ঘরে আসেন না। (ইহার কারণ কি ?) উত্তরে নবী (ﷺ) বলিলেনঃ যেহেতু তোমাদের ঘরে কুকুর আছে। তখন তাহারা বলিল, উহাদের ঘরে তো বিড়াল রহিয়াছে। (আমরা তো মনে করি কুকুর ও বিড়াল উভয়টি একই শ্রেণীর প্রাণী।) তখন নবী (ﷺ) বলিলেনঃ বিড়াল তো একটি পশু মাত্র। – দারা কুতনী
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي دَارَ قَوْمٍ مِنَ الْأَنْصَارِ وَدُونَهُمْ دَارٌ فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ تَأْتِي دَارَ فُلَانٍ وَلَا تَأْتِي دَارَنَا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِأَنَّ فِي دَارِكُمْ كَلْبًا» . قَالُوا: إِنَّ فِي دَارِهِمْ سِنَّوْرًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السِّنَّوْرُ سَبْعٌ» . رَوَاهُ الدَّارَقُطْنِيُّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, বিড়ালের মধ্যে ঐ সকল ঘৃণিত স্বভাব নাই যাহা কুকুরের মধ্যে রহিয়াছে। এতদ্ব্যতীত কুকুর যে গৃহে থাকে তথায় রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান