মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫১২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. তৃতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫১২। হযরত ইবনে শিহাব যুহরী অথবা হযরত আবু মুসা আশআরী (রাঃ)-কে দাবা খেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেনঃ ইহা বাতিল (অবৈধ) কাজ। আর আল্লাহ্ তা'আলা বাতিল কাজ পছন্দ করেন না। —উপরোক্ত হাদীস চারটি বায়হাকী শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন।
كتاب اللباس
وَعنهُ أَن سُئِلَ عَنْ لَعِبِ الشَّطْرَنْجِ فَقَالَ: هِيَ مِنَ الْبَاطِلِ وَلَا يُحِبُّ اللَّهُ الْبَاطِلَ. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ فِي شُعَبِ الْإِيمَانِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫১২ | মুসলিম বাংলা