মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৯৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, প্রত্যেক ছবি প্রস্তুতকারী জাহান্নামী। সে যতগুলি ছবি তৈয়ার করিয়াছে (কিয়ামতের দিন) সেগুলির মধ্যে প্রাণ দান করা হইবে এবং জাহান্নামে শাস্তি দেওয়া হইবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যদি তোমাকে একান্তই ছবি তৈয়ার করিতে হয়, তাহা হইলে গাছ-গাছড়া এবং এমন জিনিসের ছবি তৈয়ার কর, যাহার মধ্যে প্রাণ নাই। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسًا فَيُعَذِّبُهُ فِي جَهَنَّمَ» . قَالَ ابْن عَبَّاس: فَإِن كنت لابد فَاعِلًا فَاصْنَعِ الشَّجَرَ وَمَا لَا رُوحَ فِيهِ

হাদীসের ব্যাখ্যা:

সমস্ত ওলামাদের ঐক্যমত যে, কোন প্রাণহীন বস্তু, যেমন ঘর, বাড়ী, আসবাবপত্র কিংবা গাছ-গাছড়া ইত্যাদির ছবি অংকন করা জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান