মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৫৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫৯। হযরত কা'ব ইবনে মুররাহ্ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি ইসলামের মধ্যে থাকিয়া বৃদ্ধ হইয়াছে, তাহার এই বার্ধক্য কিয়ামতের দিন তাহার জন্য নূর হইবে। — তিরমিযী ও নাসায়ী
كتاب اللباس
وَعَنْ كَعْبِ بْنِ مُرَّةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ القيامةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসগুলির দ্বারা এই দিকে ইংগিত করা হইয়াছে, যে ব্যক্তি জীবনের প্রথম হইতে ইসলামের অনুশাসনে থাকিয়া বৃদ্ধ হইয়াছে এবং সেই বার্ধক্যে সন্তুষ্ট রহিয়াছে, সে ব্যক্তি উল্লেখিত মর্যাদার অধিকারী হইবে।