মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৮৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি এই আঙ্গুলে পরিধান করিতেন। এই বলিয়া তিনি বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলীর দিকে ইংগিত করিলেন। মুসলিম
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ وَأَشَارَ إِلَى الْخِنْصِرِ منْ يَده الْيُسْرَى. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ) উভয় হাতেই আংটি ব্যবহার করিয়াছেন। অর্থাৎ, প্রথমে ডান হাতে পরে বাম হাতে ব্যবহার করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান