মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৮৮
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ডান হাতে রূপার আংটি পরিধান করিয়াছেন। উহার মধ্যে হাবশী তথা আকীক পাথরের নাগীনা সংযোজিত ছিল। আর তিনি উক্ত নাগীনাটি হাতলীর ভিতরের দিকেই রাখিতেন। -মোত্তাঃ
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَاتَمَ فِضَّةٍ فِي يَمِينِهِ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ كَانَ يَجْعَلُ فَصَّهُ مِمَّا يَلِي كَفه
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবত হুযূর (ﷺ)-এর কাছে বিভিন্ন প্রকারের নির্মিত একাধিক আংটি ছিল। এখানে হাবশী অর্থ আকীক পাথর, যাহা শুধু মাত্র হাবশা ও ইয়ামন দেশের খনিতে পাওয়া যায়। আংটির নাগীনা বাহিরের দিকে রাখার মধ্যেও কোন দোষ নাই। যেমন হযরত ইবনে আব্বাস (রাঃ) রাখিতেন।
