মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৮৩
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি তৈয়ার করাইলেন। অপর এক রেওয়ায়তে আছে, তিনি উহাকে ডান হাতে ব্যবহার করিলেন। অতঃপর উহাকে খুলিয়া ফেলিয়া দিলেন এবং পরে রূপার আংটি তৈয়ার করাইলেন। উহাতে অঙ্কিত ছিল محمد رسول الله "মুহাম্মাদুর রাসূলুল্লাহ্" এবং বলিলেন: কেহ যেন তাহার আংটি আমার আংটির নকশার অনুরূপ অঙ্কিত না করে। হুযূর (ছাঃ) যখন উহা পরিতেন, উহার নক্শা হাতলীর ভিতরের দিকে রাখিতেন। মোত্তাঃ
بَابُ الْخَاتَمِ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: اتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَفِي رِوَايَةٍ: وَجَعَلَهُ فِي يَدِهِ الْيُمْنَى ثُمَّ أَلْقَاهُ ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ الْوَرق نُقِشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَقَالَ: «لَا يَنْقُشَنَّ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا» . وَكَانَ إِذَا لَبِسَهُ جَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفه
হাদীসের ব্যাখ্যা:
الخاتم —সাধারণত আংটিকে বলা হয়। বিশেষভাবে ঐ আংটি যাহার দ্বারা সীলমোহর করা হয়। পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। তবে ওলামাদের ঐক্যমতে পুরুষের রৌপ্য নির্মিত আংটি ব্যবহার করা জায়েয। নিরেট লোহা, পিতল ও পাথর ইত্যাদির আংটি ব্যবহার করা জায়েয নহে। মহিলাদের জন্য সোনা ও রূপা উভয় প্রকারের আংটি কিংবা অন্য যে কোন প্রকারের অলংকার ব্যবহার করা জায়েয। বস্তুত আংটি ব্যবহার করা মোবাহ্ হইলেও শাসক এবং বিচারক ব্যতীত অন্যদের পক্ষে নিষ্প্রয়োজন বিধায় উহার ব্যবহার বর্জন করা উত্তম। অবশ্য প্রয়োজনে ব্যবহার করা জায়েয আছে। যেমন, অনেকেই বিভিন্ন রোগের জন্য ব্যবহার করিয়া থাকে। কিন্তু রসিকতা বা সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে পুরুষদের পক্ষে আংটির ব্যবহার জায়ে নাই। (আনোয়ারুল মাহমুদ)
