মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩৮২
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৮২। হযরত আবুদদারদা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহা পরিধান করিয়া তোমরা কবরে এবং মসজিদে আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে, তন্মধ্যে সর্বোত্তম হইল সাদা কাপড়। – ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا زُرْتُمُ اللَّهَ فِي قُبُورِكُمْ وَمَسَاجِدِكُمُ الْبَيَاضُ» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, মৃতের কাফন ও জীবিতের ইবাদতের জন্য সাদা কাপড়ই উত্তম পোশাক।
