মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৮২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৮২। হযরত আবুদদারদা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহা পরিধান করিয়া তোমরা কবরে এবং মসজিদে আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে, তন্মধ্যে সর্বোত্তম হইল সাদা কাপড়। – ইবনে মাজাহ্
كتاب اللباس
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا زُرْتُمُ اللَّهَ فِي قُبُورِكُمْ وَمَسَاجِدِكُمُ الْبَيَاضُ» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, মৃতের কাফন ও জীবিতের ইবাদতের জন্য সাদা কাপড়ই উত্তম পোশাক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান