মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩৭১
তৃতীয় অনুচ্ছেদ
৪৩৭১। হযরত উবাদা ইবনে সামেত (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা পাগড়ী বাঁধিবে। কেননা, উহা ফিরিশতাদের প্রতীক। আর উহা (অর্থাৎ, উহার শামলা) পিছনে পিঠের উপর ছাড়িয়া দাও। —বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بالعمائم فَإِنَّهَا سيماء الْمَلَائِكَة وأخوها خلف ظهوركم» . رَوَاهُ الْبَيْهَقِيّ

হাদীসের ব্যাখ্যা:

বদর যুদ্ধের দিন পাঁচ হাজার ফেরেশতা দ্বারা আল্লাহ্ তা'আলা মুসলমানদের সাহায্য করিয়াছিলেন। তাঁহারা সবাই ছিলেন পাগড়ী বাঁধা অবস্থায়। এই হিসাবে পাগড়ীকে ফেরেশতাদের প্রতীক বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৩৭১ | মুসলিম বাংলা