মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৯৯
৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪২৯৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আবু হোমাইদ নামক আনসারের এক ব্যক্তি নাকী নামক এক জায়গা হইতে এক পেয়ালা দুধ লইয়া নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন: তুমি ইহাকে ঢাকিয়া আন নাই কেন? আর কিছু না হউক অন্তত একটি কাঠি উহার উপরে আড়াআড়িভাবে রাখিয়া দিতে। -মোস্তাঃ
وَعَنْهُ قَالَ: جَاءَ أَبُو حُمَيْدٍ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ مِنَ النَّقِيعِ بِإِنَاءٍ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَّا خَمَّرْتَهُ وَلَوْ أنْ تعرِضَ عليهِ عوداً»
