মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৯৮
৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪২৯৮। মুসলিমের আরেক বর্ণনায় আছে, নবী (ছাঃ) বলিয়াছেন খাদ্য-পাত্র ঢাকিয়া রাখ এবং মশক বন্ধ রাখ। কেননা, বৎসরে এমন এক রাত্র আছে, যেই রাত্রে বিভিন্ন প্রকারের বালা-মুছীবত নাযিল হয়। উক্ত বালার গতিবিধি এমন সব পাত্রের দিকে হয় যাহা ঢাকা নহে এবং এমন পান পাত্রের দিকে হয় যাহার মুখ বন্ধ নহে, তাহার মধ্যে প্রবেশ করে।
وَفِي رِوَايَةٍ لَهُ: قَالَ: «غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ لَا يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ أَوْ سِقَاءٌ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ إِلَّا نَزَلَ فِيهِ من ذَلِك الوباء»
