মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৯১
৪. প্রথম অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৯১। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি তোমাদিগকে কয়েক প্রকারের পাত্রের ব্যবহার নিষেধ করিয়াছিলাম। প্রকৃতপক্ষে কোন পাত্র হারাম বস্তুকে হালালে এবং হালাল বস্তুকে হারামে পরিণত করিতে পারে না। অবশ্য নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই হারাম। অন্য এক রেওয়ায়তের মধ্যে আছে, আমি তোমাদিগকে চামড়ার মশক ছাড়া অন্যান্য পাত্রে পানীয় প্রস্তুত করিতে নিষেধ করিয়াছিলাম। এখন তোমরা প্রত্যেক প্রকারের পাত্রে পান করিতে পার। তবে নেশা সৃষ্টিকারী কোন জিনিসই পান করিবে না। —মুসলিম
وَعَن بُرَيْدَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ فَإِنَّ ظَرْفًا لَا يُحِلُّ شَيْئًا وَلَا يُحَرِّمُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ» . وَفِي رِوَايَةٍ: قَالَ: «نَهَيْتُكُمْ عَنِ الْأَشْرِبَةِ إِلَّا فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا» . رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
নেশা সৃষ্টিকারী বস্তু তরল হউক কিংবা জমাট হউক, পরিমাণে কম হউক কিংবা বেশী হউক, উহার যে কোন পরিমাণ, নেশা হউক বা নাই হউক সর্বাবস্থায় ব্যবহার করা হারাম। তাড়ি, গাঁজা, ভাঙ, আফিম ও হেরোইন ইত্যাদি সবই মদের হুকুমের অন্তর্ভুক্ত।
