মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৬৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৯। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি যোহরের নামায আদায় করিলেন, অতঃপর জনগণের বিভিন্ন অভাব-অভিযোগ সমাধানের জন্য কুফার (মসজিদের) আঙ্গিনায় বসিলেন। এমন কি আছর নামাযের ওয়াক্ত হইয়া গেল। তারপর পানি আনা হইল । তিনি উহার কিছুটা পান করিলেন এবং তাঁহার হস্তদ্বয় ও মুখ ধুলেন। বর্ণনাকারী তাহার মাথা ও পদদ্বয়ের কথাও উল্লেখ করিয়াছেন (অর্থাৎ, ওযু করিলেন)। অতঃপর উঠিয়া দাড়াইলেন এবং দাড়ানো অবস্থায় পাত্রের অবশিষ্ট পানি পান করিলেন। পরে বলিলেন, লোকেরা দাড়াইয়া পানি পান করাকে মাকরূহ মনে করে, অথচ আমি যেরূপ করিয়াছি, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপ করিয়াছেন। -বুখারী
كتاب الأطعمة
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ صَلَّى الظُّهْرَ ثُمَّ قَعَدَ فِي حَوَائِجِ النَّاسِ فِي رَحَبَةِ الْكُوفَةِ حَتَّى حَضَرَتْ صَلَاةُ الْعَصْرِ ثُمَّ أُتِيَ بِمَاءٍ فَشَرِبَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَذَكَرَ رَأسه وَرجلَيْهِ ثمَّ قَامَ فَشرب فَصله وَهُوَ قَائِمٌ ثُمَّ قَالَ: إِنَّ أُنَاسًا يَكْرَهُونَ الشُّرْبَ قَائِمًا وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ. رَوَاهُ الْبُخَارِيُّ