মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৬৮
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৮। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি এক বালতি যমযমের পানি লইয়া নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম, তিনি উহা দাঁড়াইয়া পান করিলেন। —মোস্তাঃ
كتاب الأطعمة
وَعَن ابْن عَبَّاس قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِدَلْوٍ مِنْ مَاءِ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ

হাদীসের ব্যাখ্যা:

দাঁড়াইয়া পানি পান করা নিষেধ। বিভিন্ন হাদীসে তাহা উল্লেখ থাকা সত্ত্বেও বিশেষ বিশেষ ক্ষেত্রে যথা, যমযমের পানি ও ওযূর পরে অবশিষ্ট কিছু পানিও দাঁড়াইয়া পান করা মোস্তাহাব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান