মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৫২
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৫২। ওয়াশী ইবনে হরব (রঃ) তাঁহার পিতা হইতে, তিনি তাহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমরা খানাপিনা করি বটে, কিন্তু আমরা পরিতৃপ্ত হই না। তিনি বলিলেনঃ সম্ভবত তোমরা পৃথক পৃথকভাবে খানা খাও। তাঁহারা বলিলেন, জি-হ্যাঁ, অতঃপর তিনি বলিলেন, তোমরা সমবেতভাবে খানা খাইবে এবং আল্লাহর নাম লইবে। ইহাতে তোমাদের খানার মধ্যে বরকত আসিবে। – আবু দাউদ
وَعَنْ وَحْشِيِّ بْنِ حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: إِنَّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ: «فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ؟» قَالُوا: نَعَمْ قَالَ: «فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ يُباركْ لكم فِيهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন যে, আমরা খাই কিন্তু তৃপ্ত হই না, পেট ভরে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ অনুমান করতে পারলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, সম্ভবত তোমরা আলাদা আলাদাভাবে খাও। সকলে এক পাত্রে খাও না। তারা তা স্বীকার করলেন। তখন তিনি তাদেরকে দু'টি হুকুম দিলেন। একটা হল সম্মিলিতভাবে খাওয়া। আর দ্বিতীয় হল আল্লাহর নাম নিয়ে খাওয়া। এ দু'টিই বরকতের কারণ। সকলে মিলে এক পাত্রে খেলে তাতে খাবারে বরকত হয়। তাই বলা হয়, যত হাত ততো বরকত। এমনিভাবে বিসমিল্লাহ বলাও বরকতের কারণ। আল্লাহ তা'আলার নাম নিয়ে খাবার খেলে আল্লাহ তা'আলা খাবারে বরকত দিয়ে দেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার সময় একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেকে আলাদা পাত্র নেবে না; বরং একপাত্রে একাধিক ব্যক্তি খাবে।
খ. খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলা চাই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার সময় একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেকে আলাদা পাত্র নেবে না; বরং একপাত্রে একাধিক ব্যক্তি খাবে।
খ. খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
