মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৪৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৪৮। হযরত আবুল আহ্ওয়াছ জুশামী তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্। এই সম্পর্কে আপনার অভিমত কি? (ধরুন) আমি যদি কোন ব্যক্তির কাছে যাইয়া উঠি এবং সে আমার আতিথ্য করিল না ও মেহমানদারী করিল না। অতঃপর সে কোন সময় আমার কাছে উঠিল, তখন কি আমি তাহার মেহমানদারী করিব, নাকি (পূর্বের) প্রতিশোধ গ্রহণ করিব ? তিনি বলিলেনঃ (প্রতিশোধ নহে) বরং তুমি তাহার মেহমানদারী কর। —তিরমিযী
وَعَنْ أَبِي الْأَحْوَصِ الْجُشَمِيِّ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ مَرَرْتُ بِرَجُلٍ فَلَمْ يُقِرْنِي وَلَمْ يُضِفْنِي ثُمَّ مَرَّ بِي بَعْدَ ذَلِكَ أَأَقْرِيهِ أَمْ أَجْزِيهِ؟ قَالَ: «بل اقره» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

অন্যায়ের প্রতিশোধ অন্যায় দ্বারা গ্রহণ করাও অন্যায়। অন্যায়কারীর সহিত সৎ আচরণই ইসলামের শিক্ষা। ন্যায়ই করিতে হইবে, ফলে সে শিক্ষা গ্রহণ করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৪৮ | মুসলিম বাংলা