মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৪৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৪৭। হযরত মিকদাম ইবনে মা'দীকারের (রাঃ) হইতে বর্ণিত, তিনি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, যে কোন মুসলমান কোন কওমের মেহমান হয়, আর উক্ত মেহমান বঞ্চিত অবস্থায় ভোর করে, তখন প্রত্যেক মুসলমানের কর্তব্য হইয়া যায় তাহার সাহায্য করা। যাহাতে সে মেজবান ব্যক্তির মাল-সম্পদ হইতে আতিথ্য পরিমাণ উসুল করিয়া লইতে পারে। দারেমী ও আবু দাউদ। আবু দাউদের অপর এক রেওয়ায়তে আছে, যে কোন লোক কোন কওমের অতিথি হয় এবং তাহারা তাহার মেহমানদারী না করে, তখন সে আতিথ্য পরিমাণ তাহাদের সম্পদ হইতে লইতে পারিবে।
الْفَصْل الثَّانِي
عَن المقدامِ بن معدي كرب سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَيُّمَا مُسْلِمٍ ضَافَ قَوْمًا فَأَصْبَحَ الضَّيْفُ مَحْرُومًا كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ نَصْرُهُ حَتَّى يَأْخُذَ لَهُ بِقِرَاهُ مِنْ مَالِهِ وَزَرْعِهِ» . رَوَاهُ الدَّارمِيّ وَأَبُو دَاوُد

وَفِي رِوَايَة: «وَأَيُّمَا رَجُلٍ ضَافَ قَوْمًا فَلَمْ يُقْرُوهُ كَانَ لَهُ أَن يعقبهم بِمثل قراه»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুযায়ী আমল করা সেই অবস্থার জন্য যখন কাহারও সাথে চুক্তি থাকে, কিংবা ভীষণ ক্ষুধার্ত অবস্থায় যদি নিজের সঙ্গে খাদ্যবস্তু না থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৪৭ | মুসলিম বাংলা