মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৩৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪২৩৯। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের প্রধান সালন হইল লবণ। —ইবনে মাজাহ্
كتاب الأطعمة
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ إِدَامِكُمُ الْمِلْحُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

লবণ অতি সহজলভ্য, ইহার উপর তুষ্ট থাকিলে অন্যান্য দুর্লভ্য সালন তরকারির ঝামেলা পোহাইতে হয় না। তাই ইহাকে প্রধান সালন বলিয়া আখ্যায়িত করা হইয়াছে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান