মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৩৯
তৃতীয় অনুচ্ছেদ
৪২৩৯। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের প্রধান সালন হইল লবণ। —ইবনে মাজাহ্
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ إِدَامِكُمُ الْمِلْحُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
লবণ অতি সহজলভ্য, ইহার উপর তুষ্ট থাকিলে অন্যান্য দুর্লভ্য সালন তরকারির ঝামেলা পোহাইতে হয় না। তাই ইহাকে প্রধান সালন বলিয়া আখ্যায়িত করা হইয়াছে ।
