মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২২৯
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ঘি-দুধে মিশ্রিত চুপসা ভিজা ধবধবে সাদা উত্তম গমের আটার তৈয়ারী রুটি আমার অত্যন্ত প্রিয়। এই কথা শুনিয়া জনতার মধ্য হইতে এক ব্যক্তি উঠিয়া দাঁড়াইল এবং (হুযূর [ﷺ]-এর আকাঙ্ক্ষানুযায়ী) রুটি তৈয়ার করিয়া তাঁহার খেদমতে লইয়া আসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, (যে ঘি দ্বারা রুটি প্রস্তুত করা হইয়াছে, উহা কেমন ধরনের পাত্রে রাখা ছিল? সে বলিল, গেবই সাপের চামড়ার থলির মধ্যে। তখন তিনি বলিলেন, (আমার সন্মুখ হইতে) ইহা তুলিয়া নাও। –আবু দাউদ ও ইবনে মাজাহ্ এবং আবু দাউদ বলিয়াছেন, হাদীসটি মুনকার।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَدِدْتُ أَنَّ عِنْدِي خُبزةً بيضاءَ منْ بُرَّةٍ سَمْرَاءَ مُلَبَّقَةً بِسَمْنٍ وَلَبَنٍ» فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَاتَّخَذَهُ فَجَاءَ بِهِ فَقَالَ: «فِي أَيِّ شَيْءٍ كَانَ هَذَا؟» قَالَ فِي عُكَّةِ ضَبٍّ قَالَ: «ارْفَعْهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ أَبُو دَاوُد: هَذَا حَدِيث مُنكر
হাদীসের ব্যাখ্যা:
হানাফীদের মতে গোসাপ খাওয়া হারাম। সুতরাং উহার চামড়াও হারাম। অথবা ইহাতে কোন দুর্গন্ধ অনুভব করিয়া উহা ব্যবহার করেন নাই।
