মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২১৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২১৬। হযরত উম্মে মুনযির (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমার ঘরে আসিলেন এবং তাঁহার সঙ্গে ছিলেন আলী (রাঃ)। আমাদের গৃহে খেজুরের ছড়া ঝুলানো ছিল। রাসূলুল্লাহ্ (ﷺ) উহা খাইতে লাগিলেন এবং তাঁহার সাথে আলীও খাইতেছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আলীকে বলিলেনঃ হে আলী! তুমি থাম। (ইহা আর খাইও না। কেননা, তুমি সদ্য রোগমুক্ত। উম্মুল মুনযির বলেন, অতঃপর আমি তাহাদের জন্য শালগম জাতীয় সবজি ও যব তৈয়ার করিয়া দিলাম। তখন নবী (ﷺ) বলিলেন, হে আলী! ইহা হইতে খাও, ইহা তোমার উপযোগী। —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَن أُمِّ المنذِر قَالَتْ: دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ عَلِيٌّ وَلَنَا دَوَالٍ مُعَلَّقَةٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ وَعَلِيٌّ مَعَهُ يَأْكُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلِيٍّ: «مَهْ يَا عَلِيُّ فَإِنَّكَ نَاقِهٌ» قَالَتْ: فَجَعَلْتُ لَهُمْ سِلْقًا وَشَعِيرًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ مِنْ هَذَا فَأَصِبْ فَإِنَّهُ أَوْفَقُ لَكَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২১৬ | মুসলিম বাংলা