মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২১৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২১৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে হারেস ইবনে জাযআ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য কিছু রুটি ও গোশত আনা হইল, এই সময় তিনি মসজিদেই ছিলেন। তিনি উহা খাইলেন এবং তাঁহার সঙ্গে আমরাও খাইলাম। অতঃপর তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং নামায পড়িলেন। আর আমরাও তাঁহার সাথে নামায আদায় করিলাম। অথচ আমরা আমাদের হাতগুলি কংকরে মুছিয়া লওয়া ছাড়া অধিক কিছু করি নাই। —ইবনে মাজাহ্
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخُبْزٍ وَلَحْمٍ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ ثُمَّ قَامَ فَصَلَّى وَصَلَّيْنَا مَعَهُ وَلَمْ نَزِدْ عَلَى أَنْ مَسَحْنَا أَيْدِيَنَا بِالْحَصْبَاءِ. رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

ই'তেকাফ বা অন্য কোন প্রয়োজনের সময় মসজিদে বসিয়া খানা খাওয়া জায়েয আছে। আর খাওয়ার পর যে কোন কিছুর দ্বারা হাত মুছিয়া নিলেও চলে। তবে পানি দ্বারা হাত ধৌত করা মোস্তাহাব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২১৩ | মুসলিম বাংলা