মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২১২
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২১২। ’আব্দুল্লাহ ইবনু ’আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ)-কে কখনো হেলান দিয়ে খাবার খেতে দেখা যায়নি। আর তিনি (ﷺ) দু’জন লোককেও পিছনে রেখে চলেননি। আবু দাউদ
وَعَن عبد الله بن عَمْرو قَالَ: مَا رُئِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ وَلَا يَطَأُ عقبه رجلَانِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এখানে দুইজন দ্বারা একাধিক লোক বুঝান হইয়াছে। অর্থাৎ, লোকদেরে পিছনে রাখিয়া নিজে আগে আগে চলিতেন না। এরূপ চলা এবং হেলান দিয়া খাওয়া উভয় কাজই অহংকারী লোকদের অভ্যাস। অবশ্য চাকর-নকর, দাস-দাসী অথবা ছোটদেরকে পিছনে রাখিয়া চলাতে কোন দোষ নাই। আর উহা বিনয়ের পরিপন্থীও নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২১২ | মুসলিম বাংলা