মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২০৯
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২০৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) শৌচাগার হইতে বাহিরে আসিলেন, এমন সময় তাঁহার সম্মুখে খানা উপস্থিত করা হইল। তখন লোকেরা বলিয়া উঠিল, আমরা কি আপনার জন্য ওযুর পানি আনিব না? তিনি বলিলেনঃ যখন আমি নামাযের প্রস্তুতি নিব, তখনই ওযু করার জন্য আমি আদিষ্ট হইয়াছি। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنَ الْخَلَاءِ فَقُدِّمَ إِلَيْهِ طَعَامٌ فَقَالُوا: أَلَا نَأْتِيكَ بِوَضُوءٍ؟ قَالَ: «إِنَّمَا أُمِرْتُ بِالْوُضُوءِ إِذَا قُمْتُ إِلَى الصَّلَاةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ) সাধারণত সব সময় ওযু অবস্থায় থাকিতেন। তাই লোকদের ধারণা ছিল যে, তিনি তখন ওযূ করিবেন, ইহা যেন তাঁহার জন্য ওয়াজিব। উত্তরে তিনি বলিলেন, শরয়ী ওযু তো কেবল মাত্র নামায, কোরআন স্পর্শ ইত্যাদি কাজের জন্যই ওয়াজিব। অন্য সময় মোস্তাহাব ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২০৯ | মুসলিম বাংলা