মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২০৮
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২০৮। হযরত সালমান ফারেসী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি তাওরাতে পড়িয়াছি, খাওয়ার পরে ওযূ করিলে খাদ্যের মধ্যে বরকত হাসিল হয়। এই কথাটি আমি (কোন এক সময়) নবী (ﷺ)কে জানাইলাম, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ খানার বরকত খাওয়ার পূর্বে ওযূ করা এবং উহার পরে ওযূ করা। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الأطعمة
وَعَن سلمانَ قَالَ: قَرَأْتُ فِي التَّوْرَاةِ أَنَّ بَرَكَةَ الطَّعَامِ الْوُضُوءُ بَعْدَهُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَرَكَةُ الطَّعَامِ الْوُضُوءُ قَبْلَهُ وَالْوُضُوءُ بعدَه» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হুযূর (ﷺ)-এর কথার মধ্যে হয়ত এই ইঙ্গিত রহিয়াছে যে, তাওরাতের বর্ণনায় পরিবর্তন ঘটিয়াছে। অথবা উদ্দেশ্য হইল, ইসলামের শিক্ষা দ্বারা উহার পূর্ণতা সাধিত হইয়াছে। এখানে খাওয়ার আগে ও পরে ওযূ করা মানে হাত-মুখ ধৌত করা। ওযূর প্রচলিত অর্থ বা নিয়ম পালন করা নহে।