মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২০২
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২০২। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ খানা খায় এবং আল্লাহর নাম লইতে ভুলিয়া যায়, (স্মরণ হওয়ার পর) সে যেন বলে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। — তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَنَسِيَ أَنْ يَذْكُرَ اللَّهَ عَلَى طَعَامِهِ فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ أوَّلَه وآخرَه . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটিতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে আদেশ করেছেন। কিন্তু অনেকের তা বলতে মনে থাকে না। খাওয়া শুরু করার পর হয়তো নিজেরই মনে পড়ে অথবা অন্য কেউ স্মরণ করিয়ে দেয়। এমনও হতে পারে যে, এক ব্যক্তির জানাই নেই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। খাওয়া শুরু করার পর কেউ তাকে এটা শিখিয়ে দিল। তা যেভাবেই হোক না কেন, খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, তা ভুলে হোক বা ইচ্ছাকৃত, সে ক্ষেত্রে কী করণীয়? এ হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হবে তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ (এর শুরুতে এবং শেষে আল্লাহর নামে) বলবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত।
খ. শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ বলবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত।
খ. শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ বলবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
