মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২০১
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২০১। হযরত আবু আইউব আনসারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবী (ﷺ)-এর কাছে ছিলাম, এমন সময় খাবার আনা হইল। আমি অদ্যাবধি উহা হইতে বেশী বরকতময় খানা কখনো দেখি নাই, প্রথম ভাগে যাহা আমরা খাইয়া ছিলাম। আর না অতি অল্প বরকত যাহা উহার শেষ ভাগে ছিল। আমরা আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! এমনটা হইল কেন? তিনি বলিলেনঃ আমরা যখন খাইতেছিলাম, তখন আল্লাহর নাম লইয়াই আরম্ভ করিয়াছিলাম। অতঃপর এক লোক (আমাদের সাথে) খাইতে বসিয়াছে, সে আল্লাহর নাম লয় নাই, ফলে তাহার সাথে শয়তানও খানা খাইয়াছে। —শরহে সুন্নাহ্
الْفَصْلُ الثَّانِي
عَن أبي أَيُّوب قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُرِّبَ طَعَامٌ فَلَمْ أَرَ طَعَامًا كَانَ أَعْظَمَ بَرَكَةً مِنْهُ أَوَّلَ مَا أَكَلْنَا وَلَا أَقَلَّ بَرَكَةً فِي آخِرِهِ قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ هَذَا؟ قَالَ: «إِنَّا ذَكَرْنَا اسْمَ اللَّهِ عَلَيْهِ حِينَ أَكَلْنَا ثُمَّ قَعَدَ مَنْ أَكَلَ وَلَمْ يُسَمِّ اللَّهَ فَأَكَلَ مَعَهُ الشَّيْطَانُ» . رَوَاهُ فِي شرح السّنة
