মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৯৬
প্রথম অনুচ্ছেদ
৪১৯৬। হযরত আবু আইউব আনসারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখনই কোন খাদ্য-দ্রব্য আনা হইত, তখন উহা হইতে নিজে খাইয়া অবশিষ্টটুকু আমার কাছে পাঠাইয়া দিতেন। একদিন আমার কাছে এমন একটি পাত্র পাঠাইয়া দিলেন, যাহা হইতে তিনি কিছুই খান নাই। কেননা, উহাতে রসুন ছিল, তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, উহা কি হারাম? তিনি বলিলেনঃ না, তবে উহার গন্ধের কারণে আমি উহাকে পছন্দ করি না। আবু আইউব বলিলেন, আপনি যাহা অপছন্দ করেন আমিও তাহা অপছন্দ করি। —মুসলিম
وَعَن أَيُّوب قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِطَعَامٍ أَكَلَ مِنْهُ وَبَعَثَ بِفَضْلِهِ إِلَيَّ وَإِنَّهُ بَعَثَ إِلَيَّ يَوْمًا بِقَصْعَةٍ لمْ يأكُلْ مِنْهَا لأنَّ فِيهَا ثُومًا فَسَأَلْتُهُ: أَحْرَامٌ هُوَ؟ قَالَ: «لَا وَلَكِنْ أَكْرَهُهُ مِنْ أَجْلِ رِيحِهِ» . قَالَ: فَإِنِّي أَكْرَهُ مَا كرهْت. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
রসুন, পিয়াজ ইত্যাদি খাওয়া মূলত মোবাহ্, তবে কাঁচা অবস্থায় উহা খাওয়ার পর মসজিদ কিংবা কোন লোক সমাবেশে যাওয়া মাকরূহ। কেননা, উহার গন্ধের জন্য অন্যের কষ্ট হইতে পারে। একই কারণে ওলামাগণ যাবতীয় ধূমপান করাকেও উক্ত হাদীসের আওতাভুক্ত করেন।
