মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৯৫
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৯৫। হযরত নো'মান ইবনে বাশীর (রাঃ) হইতে বর্ণিত, তিনি (মুসলমানদেরকে লক্ষ্য করিয়া) বলেন, তোমরা কি যাহা চাও তাহাই পানাহার করিতেছ না, অথচ আমি তোমাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখিয়াছি যে, নিম্নমানের খেজুরও এই পরিমাণ তাঁহার জুটে নাই, যাহার দ্বারা তাঁহার নিজ উদর পূরণ হইতে পারে। —মুসলিম
كتاب الأطعمة
وَعَن النّعمانِ بن بشيرٍ قَالَ: أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئْتُمْ؟ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلَأُ بَطْنَهُ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সেই কালে মুসলমানদের অবস্থা আজিকার মত সচ্ছল ছিল না।