মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১২১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া -সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি গিরগিটিকে প্রথম আঘাতে বধ করিবে, তাহার জন্য (আমলনামায়) একশত নেকী লিখা হইবে। আর দ্বিতীয় আঘাতে মারিলে (তাহার জন্য) উহার চাইতে কম এবং তৃতীয় আঘাতে মারিলে (তাহার জন্য) উহা অপেক্ষা কম লিখা হইবে। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَ وَزَغًا فِي أولَّ ضَرْبَة كتبت لَهُ مِائَةُ حَسَنَةٍ وَفِي الثَّانِيَةِ دُونَ ذَلِكَ وَفِي الثَّالِثَة دون ذَلِك» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির আসল উদ্দেশ্য হইল উহাকে মারার জন্য উৎসাহিত করা। অনেকে টিকটিকি বধ করাকে এই হাদীসের ব্যাখ্যার অন্তর্ভুক্ত করেন, অথচ উহা মারাত্মক অজ্ঞতার পরিচায়ক।