মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১২০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২০। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকলাস মারিয়া ফেলার জন্য নির্দেশ দিয়াছেন এবং উহাকে ক্ষুদ্র ফাসেক বলিয়া অভিহিত করিয়াছেন। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا. رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
ক্ষতিকর ক্ষুদ্র আকৃতির জন্তু হিসাবে তাহাকে ফুয়াইসেক বলা হইয়াছে।